২০ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় ২০ জোড়া তরুণ-তরুণীর একই দিনে একসঙ্গে যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে। গতকাল বিকালে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জমিয়াতুল উলামা ও ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দিনের তত্ত্বাবধানে এই বিয়ের কাজ সম্পন্ন করা হয়। একসঙ্গে এতগুলো যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায় অনুষ্ঠানে। ভিন্নধর্মী এই বিয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: জাকারিয়া জাকা। নববিবাহিত বর-কনের উদ্দেশে তিনি বলেন, নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ তরুণ-তরুণীদের সামাজিক জীবনে সর্বত্র সাফল্য কামনা করি। যৌতুকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ জাতীয় উদ্যোগে আমাদের সমাজ সুন্দরের পথে হাঁটবে। সমাজ কুসংস্কার থেকে রক্ষা পাবে। বিয়ের আয়োজকরা জানান, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসহায় তরুণ-তরুণীদের মধ্যে যারা পরিবারের খরচে বিবাহ করতে পারেন না, তাদের জন্যই এ যৌতুকবিহীন বিয়ের আয়োজন। তারা আরো জানান, অভাব-অসহায়ত্বের কারণে সঠিক বয়সে কেউ যেন বিয়ে থেকে বঞ্চিত না হয়, সেজন্য এই ব্যতিক্রমধর্মী বিয়ের আয়োজন। এই বিয়ের আয়োজন এবং সকল তদারকির দায়িত্বে ছিলেন ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের দিনাজপুর প্রতিনিধি মাওলানা আইয়ুব আনসারী। এ বিয়ে আয়োজনের পাশাপাশি নতুন বর কনেকে এমপি আলহাজ্ব মো: জাকারিয়া জাকা আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, ছাগল, লেপ-তোশক, হাঁড়ি-পাতিলসহ প্রয়োজনীয় আসবাবপত্র হাতে তুলে দেন।