মানসম্পন্ন বীজআখ উৎপাদন শীর্ষক কর্মশালা

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মোবারকগঞ্জ চিনিকলের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মোবারকগঞ্জ চিনিকলের কৃষি বিভাগীয় কর্মকর্তা, সিডিএ ও সিআইসিসহ ৮৫ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের আওতায় এ কর্মশালায় বিএসআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ওমর আলী। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইমাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম, সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাঈদা খাতুন, মোবারকগঞ্জ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডলসহ অন্যরা।