ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে আম উৎপাদন প্রকল্পের দিনব্যাপী কৃষক প্রশিক্ষক

বীরগঞ্জে আম উৎপাদন প্রকল্পের দিনব্যাপী কৃষক প্রশিক্ষক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত রোরবার সকালে কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: নুরুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে সাধারণ কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে কৃষকদের বিনা মূল্যে কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছেন। কীটনাশক মুক্ত চাষাবাদ করতে হবে। তাহলে আমরা বিভিন্ন রোগবালাই থেকে মুক্তি পাব। বর্তমানে আমাদের আম দেশের বাইরে রপ্তানি হচ্ছে। ফসল চাষাবাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, এসব উৎপাদিত ফসল খেয়ে সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়। কীটনাশক ছাড়াও জৈব কোঁচে সার ব্যবহার করলে ফলনে ভালো হয়ে থাকে। বিশেষ অতিথি হিসেবে দেখা রাখেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অতিরিক্ত পরিচালক উদ্যান কৃষিবিদ মো: মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: হায়দার আলী। উপস্থিত ছিলেন বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেনসহ ৩০ আমচাষি কৃষক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত