ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগে জরিমানা

মানিকগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগে জরিমানা

মানিকগঞ্জ ফসলি জমি থেকে অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের জোকার চকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। জানা গেছে, কয়েক দিন ধরে জোকার চকে অবৈধভাবে মাটি-বাণিজ্য করে আসছিল একটি চক্র। জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশার, তপু ও ভাটবাউর এলাকায় রুবেলের নেতৃত্ব এ মাটি বাণিজ্য হচ্ছিল বলে এলাকাবাসী জানায়। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করে। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, জোকার চকে অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ মাটি বাণিজ্যের কোনো সুযোগ নেই। আইন অমান্য করে যারাই ফসলি জমি থেকে মাটি বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত