মানিকগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগে জরিমানা

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ ফসলি জমি থেকে অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের জোকার চকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। জানা গেছে, কয়েক দিন ধরে জোকার চকে অবৈধভাবে মাটি-বাণিজ্য করে আসছিল একটি চক্র। জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশার, তপু ও ভাটবাউর এলাকায় রুবেলের নেতৃত্ব এ মাটি বাণিজ্য হচ্ছিল বলে এলাকাবাসী জানায়। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করে। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, জোকার চকে অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ মাটি বাণিজ্যের কোনো সুযোগ নেই। আইন অমান্য করে যারাই ফসলি জমি থেকে মাটি বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।