ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ভেড়া বিতরণ

প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ভেড়া বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০০টি ভেড়া বিতরণ করা হয়েছে।

গতকাল দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ জন দরিদ্র ব্যক্তিকে তিনটি করে ভেড়া দেওয়া হয়। ভেড়া পাওয়া কয়েকজন জানান, ভেড়া পালন করে সংসারের অভাব দুর করার চেষ্টা করবেন তারা। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরি, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শামসুজ্জোমান ও পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত