ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বড়শিতে ধরা পড়ল সাড়ে ৮ কেজির কোরাল

বড়শিতে ধরা পড়ল সাড়ে ৮ কেজির কোরাল

বরগুনার তালতলীর পায়রা নদীতে পাতা বড়শিতে ধরা পড়েছে সাড়ে ৮ কেজি ওজনের কোরাল মাছ। গত রোববার রাত সাড়ে ৩টার দিকে নদীর তেতুলবাড়িয়া এলাকায় মাছটি ধরা পড়ে। তালতলী উপজেলার ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের জেলে সাগর রাতের জোয়ারে পায়রা নদীতে মাছ ধরতে বড়শি পাতেন। এ সময় তার বড়শিতে মাছটি ধরা পড়ে।

পরে তালতলী বাজারে জমাদ্দার ফিস আড়তে এটি বিক্রি করতে আনা হয়। সেখানে খোলা ডাকে ১ হাজার টাকা কেজি দরে স্থানীয় মাছ ব্যবসায়ী আল আমিন হাওলাদার মাছটি বিক্রির জন্য কিনে নেন। এ ব্যাপারে মাছ বিক্রেতা আল আমিন বলেন, নদীতে ধরা পড়া মাছের দাম একটু বাড়তি হয়।

কারণ, দীর্ঘক্ষণ সতেজ থাকে এবং মাছ ফ্রিজে রাখলেও গুণগত মান ভালো থাকে। তাই চাহিদাও বেশি। তিনি আরো বলেন, মাছটি কেনার পরপরই এক ব্যক্তি আমার কাছ থেকে ৯ হাজার টাকায় তা কিনে নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত