ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিভিন্ন স্থানে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বিভিন্ন স্থানে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত হবে সেবার অধীকার’- এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল দেশের বিভিন্ন স্থানে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

আদমদীঘি (বগুড়া) : বেলা ১১টায় র‌্যালি শেষে এক আলোচনা সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার রুমানো আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান। আরো বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, আদমদীঘি সদর উইপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ।

ফুলপুর (ময়মনসিংহ) : উপজেলা নির্বাহী অফিসার এ, বি, এম আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌরসভার মেয়র মিঃ শশধর সেন, উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ প্রমুখ। পিরোজপুর : জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। বগুড়া : সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।

লক্ষ্মীপুর : বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেন জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সচিব ইমরান হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী রফিকুল ইসলাম।

জয়পুরহাট : সকালে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার মোহাম্মদ রায়হান, জয়পুরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জয়পুরহাট পৌর সভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত