গাইবান্ধায় শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণের অংশ হিসেবে গতকাল গাইবান্ধা পৌরসভা সরকারপাড়ার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা জেলা শাখা এই শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইনুল ইসলাম, সহকারী শিক্ষিকা মাসুমা খাতুন, সংস্থার জেলা সভাপতি প্রকৌশলী মোঃ ফরমান আলী, সাধারণ স¤পাদক প্রকৌশলী রোকন-উদণ্ডদৌলা রোকন, দপ্তর স¤পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, কোষাধাক্ষ্য প্রকৌশলী চমক কুমার, কার্যকরী সদস্য প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন প্রমুখ। উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে পৌরসভা সরকারপাড়ার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, পেন্সিল বক্স, খাতা, কলম, পেনসিল ও টিফিন বিতরণ করা হয়।