সাঘাটায় পাট চাষি প্রশিক্ষণ

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীন পাট অধিদপ্তরের আয়োজনে পাট চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার গাইবান্ধার সাঘাটায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসাহাক আলী পাটচাষি প্রশিক্ষণের উদ্বোধন করেন। ১৫০ জন কৃষককে পাটচাষ ও পাটবীজ সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মো: সোলায়মান আলী, গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপসহকারী কর্মকর্তা তরুন কুমার, অফিস সহকারী আবু তাহের। শেষে পাট চাষিদের মধ্যে পাটের ব্যাগ বিতরণ করা হয়।