ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাসপাতালে ধারণক্ষমতার চার গুণ বেশি শিশু

জ্বর-ঠান্ডা
হাসপাতালে ধারণক্ষমতার চার গুণ বেশি শিশু

আবহাওয়া পরিবর্তনের কারণে প্রতিদিন জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিন তিন শতাধিক শিশু এসব রোগের চিকিৎসা নিচ্ছে শরীয়তপুর সদর হাসপাতালে। জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত এসব শিশুদের বয়স এক সপ্তাহ থেকে থেকে ৪ বছর। হাসপাতালটিতে শিশু রোগীর শয্যা সংখ্যা ১৪টি হলেও প্রতিদিন ৬০ থেকে ৭০ জন শিশু ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। যা হাসপাতালের ধারণক্ষমতার চার গুণেরও বেশি। ফলে এসব রোগীদের শয্যার বাইরে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগ, শিশু ওয়ার্ড, মেঝে ও বারান্দায় এসব রোগে আক্রান্ত শিশুদের ভিড় লক্ষ করা গেছে। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে হাসপাতালের বহির্বিভাগে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ১ হাজারের অধিক শিশু চিকিৎসা নিয়েছে। বর্তমানে শিশু ভর্তি রয়েছে ৬৫ জন, ডায়েরিয়া আক্রান্ত হয়ে ৩৭ জন ও মেডিসিনি বিভাগে ৯৪ জনসহ ২৫৮ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের শয্যা সংখ্যা ১০০টি। সেখানেও দেড় গুণ রোগী বেশি ভর্তি। অন্যদিকে শিশুদের জন্য বরাদ্দ ১৪টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ৬৫ জন শিশু। যা ধারণক্ষমতার ৪ গুণেরও বেশি। ১৪ জনের চিকিৎসক ও নার্স দিয়ে চলছে এসব শিশুদের চিকিৎসা। আবহাওয়া পরিবর্তনজনিত গরম ও ঠান্ডায় শিশুরা আক্রান্ত হচ্ছে। শিশুর মা ও বাবাদের উচিত শিশুদের বিষয়ে আরো বেশি সতর্ক হওয়া। সাবরিনা আক্তারের বয়স সাড়ে ৪ বছর। জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে গত ২ দিন ধরে হাসপাতালে ভর্তি সে। তার বাবা আব্দুল মালেক বলেন, হঠাৎ করেই আমার মেয়ে জ্বর, ঠান্ডা, কাশিতে অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার পর দেখি তার মতো আরও অনেক রোগী। রোগীর সংখ্যা বেশি হওয়ায় শয্যা পাইনি। এখানে থেকে চিকিৎসা নিতে কষ্টই হচ্ছে। শিশু ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স শাপলা আক্তার বলেন, হাসপাতালে কয়েকদিন থেকে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। অতিরিক্ত রোগী হওয়ার কারণে এসব শিশুদের চিকিৎসা সেবা দিতে আমাদের কষ্ট হলেও ফুটফুটে এসব শিশুদের সেবা মায়ের মমতা নিয়েই করে থাকি আমরা। শরীয়তপুর সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মিজানুর রহমান বলেন, মূলত আবহাওয়া পরিবর্তন ও মৌসুমি প্রভাবের কারণেই শিশুরা জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। ঠান্ডায় অধিকাংশ শিশুর নাক বন্ধ হয়ে রয়েছে। হাতে গোনা কয়েকজন শিশুর নিউমোনিয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য শিশুদের নাকটা ভালোভাবে পরিষ্কার করে দিলেই তারা সুন্দরভাবে শ্বাস নিতে পারছে। শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিতু আক্তার বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত এসব রোগে যেন শিশুরা আক্রান্ত না হয়, সেজন্য মা-বাবার উচিত শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শুকনো পরিবেশে খাবার খাওয়ানো। মলত্যাগ করার পরে সুন্দরভাবে পরিষ্কার করা। গরমে যেন শিশুরা ঘেমে না যায়, সেদিকে লক্ষ্য রাখা। বিশেষ করে রাতের বেলা ঠান্ডা গরম পরিবেশের ভারসাম্য রক্ষা করে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। সর্বোপরি মা-বাবার সচেতন হওয়ার বিকল্প কিছু নেই। ১০০ শয্যার হাসপাতালে কয়েকগুণ রোগীকে সেবা দিতে স্টাফদের কষ্ট হলেও আমরা সর্বাধিক সেবা নিশ্চিতে চেষ্টা করছি। যে-সব শিশুরা আক্রান্ত হয়েছে, তারা চিকিৎসা নিলে সুস্থ হয়ে উঠবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত