কালিয়াকৈরে অগ্নি নিরাপত্তা মহড়া

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে থানা কম্পাউন্ডে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া দিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল সকালে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ মহড়া দেয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ প্রতি বছর অগ্নি নিরাপত্তা-সংক্রান্ত মহড়া দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গতকাল বেলা ১১টার দিকে থানা কম্পাউন্ডে এ মহড়া দেওয়া হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম অগ্নি নিরাপত্তা-সংক্রান্ত মহড়া সম্পন্ন করে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার রায়হান চৌধুরীর নেতৃত্বে এ মহড়া দেওয়া হয়। এ সময় থানার অফিসার ও ফোর্স ওই মহড়ায় অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম, তদন্ত ওসি সাব্বির রহমান, ওসি অপারেশন যোবায়ের হোসেন, সেকেন্ড অফিসার আজিম হোসেনসহ থানার অন্যান্য অফিসারসহ সকল পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার রায়হান চৌধুরী জানান, ওই থানার প্রত্যেক সদস্যদের হাতে-কলমে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া সম্পন্ন করা হয়। এর মাধ্যমে তারা নিজে ও পরিবারও সচেতন হবে।