দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সাবরেজিস্ট্রি অফিস চত্বরে এই কর্মশালায় সভাপতিত্বে করেন আদমদীঘি সাবরেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাবরেজিস্ট্রার এস এম কামরুল হোসেন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বগুড়ার নন্দীগ্রাম সাবরেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার সামিমা পারভীন। এ সময় বক্তব্য দেন আদমদীঘি দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, সহসভাপতি আলেফ উদ্দীন, কোষাধক্ষ আব্দুস ছালাম প্রমুখ। এই প্রশিক্ষণ কর্মশালায় সনদপ্রাপ্ত দলিল লেখকরা অংশগ্রহণ করেন।