মেঘনায় জাটকা ধরায় ১৫ জেলের কারাদণ্ড

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ১৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দিনগত রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. শাহজাহান। দণ্ডপ্রাপ্তরা হলেন, মতলব উত্তর উপজেলার মো. রুবেল সরদারকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মতলব উত্তর উপজেলার মো. হুমায়ুন মৃধা, আক্তার হোসেন, ইয়াকুব ব্যাপারী, ইয়াজল চোকদার, সাইদুল রহমান, আরিফুল ইসলাম, লিটন বর্মণ, মো. হোসেন, আবুল হোসেন, মনির হোসেন, ছৈয়দ হোসেন, মো. সাদেক, মাদব চন্দ্র বর্মণ ও মো. আলী নুরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করা হয়। একই সময় এক লাখ মিটার কারেন্টজাল, পাঁচটি বেহুন্দি জাল, পাঁচ কেজি জাটকা জব্দ ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেন, মো. আশরাফুল ইসলাম, কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাইনুল প্রমুখ উপস্থিত ছিলেন।