দিনাজপুরে চার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে অব্যবস্থা, অনিয়ম ও লাইসেন্স না থাকার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকালে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় জেলা সিভিল সার্জন অফিস ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে লাইসেন্স না থাকা, পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। অভিযানকালে আগামী ১৫ দিনের মধ্যে সকল অনিয়ম সংশোধনের আদেশও প্রদান করা হয়। ক্লিনিকগুলো হচ্ছে- বালুবাড়ী মেঘনা ক্লিনিক, স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার ও পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক ও ক্লিনিক। দিনাজপুরের সিভিল সার্জন ডা. এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।