অজানা রোগে চার দিনে আট গরুর মৃত্যু

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া গ্রামে ‘অজানা রোগে’ গত চার দিনে আটটি গরু মারা গেছে। এতে ভয়ে পুরো গ্রামের গরু মালিকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকায় রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কাও করছেন এলাকাবাসী। গত মঙ্গলবার বিকাল পর্যন্ত ওই গ্রামের স্থানীয় বিশ্বনাথের একটি জিতেন চন্দ্র বর্মণের তিনটি, অষ্ট চন্দ্র বর্মণের দুটি এবং আচান চন্দ্র বর্মণের দুটি গরু মারা যায়। গতকাল বিকালে সরেজমিন দেখা যায়, বিশ্বনাথ বর্মণ একটি অসুস্থ গরুর পরিচর্যা করছেন। গরুর মুখ দিয়ে ফেনা আসছে ও লালা ঝরছে। উঠে দাঁড়াতেও পারছে না। ছেড়ে দিয়েছে খাওয়া-দাওয়া। বিশ্বনাথ বর্মণ বলেন, কোনো ওষুধই কাজে আসছে না। ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ব্যবস্থাপত্র লিখে গেছেন। সেই ওষুধ খাওয়ানো হলেও গরু সুস্থ হচ্ছে না। ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র রায় বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটি একটি ভাইরাসজনিত রোগ। আমি তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছি এবং প্রতিরোধমূলক পরামর্শ দিয়েছি। আমার অফিসের লোকজন ওই গ্রামসহ পুরো এলাকায় প্রতিরোধমূলক পরামর্শ ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আশা করছি মৃত্যুহার নিয়ন্ত্রণে থাকবে।