গাছে গাছে আমের মুকুল

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

হলুদ আর সবুজ রঙের আমের মুকুলে ছেয়ে গেছে নীলফামারী জেলা। দলে দলে মৌমাছির গুনগুন শব্দ। ছোট বড় নানান রঙের পাখি মুকুলের সুভাস নিচ্ছে মন ভরে। এমন দৃশ্যের দেখা মিলছে সদর উপজেলাসহ নীলফামারী গোটা জেলায়। এবার শীতের প্রকোপ বেশি থাকায় কিছুটা কম হলেও আগাম মুকুলে ছেয়ে গেছে ডোমার ডিমলা জলঢাকা গ্রামের আম গাছগুলোয়। থোকায় থোকায় মুকুলে ঝুলে পড়েছে গাছের ডালপালা। আবার অনেক গাছের মুকুলের সাথে সাথে গুটি গুটি আমের দেখাও মিলছে। আম চাষিরা ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সরেজমিন ডোমার উপজেলার জেলা পরিষদের সদস্য মঞ্জুর আহমেদ ডন, জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সিদ্দিকীর সাথে কথা বললে তারা জানান, এবার আম গাছের অধিকাংশে মুকুলে ছেয়ে গেছে। এবার কুয়াশা বেশি থাকায় কিছুটা কম হলেও মুকুল খুবই সুন্দর হয়েছে। জলঢাকা উপজেলার কাঠালির বাসিন্দা রশিদুল ইসলাম জানান, আমগাছে এবার আগাম মুকুল ধরেছে। আমের ভালো ফলন পেতে হলে গাছে পোকা নাশক প্রয়োগ করতে হবে এবং সবসময়ই গাছ পরিচর্যায় রাখতে হবে। এ বিষয়ে জেলা কৃষি উপ-পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম বলেন, নীলফামারীর গোটা জেলার গ্রামে গ্রামে ছেয়ে গেছে আমের মুকুলে। গাছের এরকম মুকুল দেখে আশা করা যাচ্ছে ভালো ফলন হবে।