জাটকা রক্ষায় টাস্কফোর্স কমিটির সভা

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মতলব (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে জাটকা রক্ষা-সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। সভাপতির বক্তব্যে ইউএনও একি মিত্র চাকমা বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে আমাদের জাটকা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। জাটকা মাছ নিধনরোধ করতে পারলে বাংলাদেশ ইলিশের প্রাচুর্যে ভরে যাবে। নিষেধাজ্ঞার এই সময়টাতে কোনো অবস্থাতেই জাটকা ইলিশ ধরা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা মাছ ধরতে নদীতে নামলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।