ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউপি চেয়ারম্যানের প্রাইভেট কার ভাঙচুর

আটক এক
ইউপি চেয়ারম্যানের প্রাইভেট কার ভাঙচুর

কাউখালীতে ইউপি চেয়ারম্যানের প্রাইভেট কার ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, কাউখালীতে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসভবনের সামনে রাখা তার প্রাইভেট কারটি গতকাল সকালে এক যুবক লাঠি দিয়ে গ্লাস ভাঙচুর করে। যুবককে পুলিশ আটক করেছে। জানা গেছে, উপজেলার বাশুরী গ্রামের মোঃ ইউনুসের ছেলে মুরাদ হোসেন সিঙ্গাপুরে দীর্ঘদিন প্রবাস জীবনযাপন করে করোনার সময় বাড়ি ফিরে কোনো কাজকর্ম না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। একপর্যায়ে আর্থিক অনটনের কারণে বিভিন্ন জায়গায় ঘুরেফিরে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। নিজের আর্থিক সংকটের কারণে সরকারি সহায়তার জন্য বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার বিক্ষুব্ধ হয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে বাসভবনের সামনে থাকা প্রাইভেট কারটির ওপর লাঠি দিয়ে আঘাত করে ভাঙচুর করে। এ সময় এলাকাবাসী ও চেয়ারম্যানের লোকজন যুবককে মারপিট করে, পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, তার গাড়িটি বিনা কারনে ভাঙচুর করা হয়েছে। কে বা কারা মারধর করেছে তার জানা নাই। তবে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। গণ-পিটুনির হাত থেকে রক্ষা করার জন্য যুবককে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত