ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

দিনাজপুরে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

দিনাজপুরে চাঞ্চল্যকর আলী রেজা সোহেল হত্যার মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গত বুধবার বিকালে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় দেন। দণ্ডিতরা হলেন- দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের ছেলে জুবিয়ার রহমান, বড় বন্দরের মৃত আবুল কালামের ছেলে তনয়, ঘাসিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে রিয়াল, লালবাগের জহির উদ্দিনের ছেলে রাকু এবং ৬ নম্বর উপশহরের সৈয়দ বশির উদ্দিনের ছেলে (পলাতক) নাজমুল হোসেন বাবু। মামলার বিবরণে জানা গেছে, পূর্ব ঘটনার জেরে গত ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর রামসাগর এলাকায় হাজীরমোড়ে শহরের নিমনগর বালুবাড়ী মহল্লার কাজী আবুর হকের ছেলে সোহেলকে ছুরিকাঘাতে হত্যা করেছিল দণ্ডিতরা। এ ব্যাপারে কোতোয়ালি থানায় সাতজনের নামসহ হত্যা মামলা করেন ভাই কাজী গোলাম জিলানী। এ ব্যাপারে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ১৫ বছর মামলা চলার পর গতকাল এ রায় দেন বিচারক। দিনাজপুর কোর্ট ইন্সপেক্টর লিয়াকত আলী জানান, এই রায় ঘোষণা পর পুলিশ সতর্কতার সঙ্গে আদালতে উপস্থিত চার আসামিকে জেলা কারাগারে প্রেরণ করেছে। ধরা পড়ার পর সাজা কার্যকর করা হবে পলাতক নাজমুল হোসেন বাবুর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত