সাঁথিয়া পৌর মেয়রের উদ্যোগে কচুরিপানা অপসারণ

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়া পৌর মেয়রের উদ্যোগে জনদুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কচুরিপানা অপসারণ করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে পৌরসভাধীন গাগড়াখালী ধও এ স্থানীয় বান্দিাদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণের উদ্বোধন করেন। জানা গেছে, মাধপুর-বেড়া সড়কের গাগড়াখালী ধও নামে পরিচিত ওই জায়গায় একটা ব্রিজ ছিল। ১৯৮৮ সালের বন্যার সময় রাতের আঁধারে ওই ব্রিজ ভেঙে পানির তল দেশে চলে যায়। ফলে সেখানে প্রায় ৩০-৩৫ বিঘা এড়িয়াজুড়ে বিশাল ধওয়ের সৃষ্টি হয়। পানির গভীরতা হয় প্রায় ৫০-৬০ ফুট। শুষ্ক মৌসুমে খালবিল শুকিয়ে গেলেও এখানকার পানি শুকায় না। ফলে ওই জায়গাটা গাগড়াখালি ধও নামে পরিচিতি লাভ করে। এ ধওটিতে সারাবছর পানি থাকায় জনগণের সুবিধার্থে উপজেলা পরিষদ থেকে একটি পাকা সিঁড়ি ঘাট করে দেয়া হয়। ফলে ওই ধও-এর পানিতে স্থানীয়রা গোসল, গৃহস্থলীর কাজ, গরু ঝাপানো, পাট জাগ দেয়া, কৃষকের চাষাবাদসহ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। বেশ কিছু বছর ধরে এই ধওটি কচুরিপানা ছেয়ে থাকে। গাগড়াখালীসহ আশপাশের কয়েক গ্রামের মানুষের এখানকার পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। কচুরিপানার বিষাক্ত দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারে মানুষের শরীরে নানা রোগ জীবাণু বাসা বাঁধত। জনদুর্ভোগের বিষয়টি চিন্তা করে পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু এলাকাবাসীদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেন। গাগড়াখালী গ্রামের সাবেক কমিশনার কামরুজ্জামান ঝুনু, আব্দুর রশিদ, সালাহউদ্দিনসহ অনেকে জানান, কচুরিপানার কারণে আমরা খুবই দুর্ভোগে ছিলাম। পৌর মেয়রের এ মহতি উদ্যোগ নিয়ে কচুরিপানা অপসারণে খুশি তারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল করিম হিরু, প্যানেল মেয়র আব্দুল হামিদ, আফছার উদ্দিনসহ ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।