ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভিড়

কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভিড়

জানুয়ারি থেকে মার্চ- এ তিন মাস স্বভাবতই কুয়াকাটায় পর্যটকদের চাপ বেশি থাকে। গত কয়েক সপ্তাহে সেটা দাঁড়িয়েছে প্রায় তিন গুণে। এ সপ্তাহে পর্যটকদের আনাগোনা আরো বেশি। সরেজমিন দেখা যায়, কুয়াকাটায় আগত পর্যটকরা ছুটে চলছেন কুয়াকাটার নান্দনিক স্পটগুলোতে। কেউ কেউ সৈকতে ঢেউয়ের মিতালিতে মেতে উঠছেন। কেউ নিজের ভ্রমণকে স্মৃতি হিসেবে রাখতে তুলছেন সেলফি। সৈকতে পেতে রাখা বেঞ্চে পর্যটকরা বসে উপভোগ করছেন সৈকতের সৌন্দর্য। সৈকতনির্ভর ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। বিক্রিও বেড়েছে বহুগুণ। পর্যটননির্ভর ব্যবসায়ীরা বলছেন, একটি সপ্তাহ পরেই মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র মাস রমজান শুরু হবে। দীর্ঘ ১ মাস ঘর থেকে তেমন কেউ বের হন না। তাই এ সপ্তাহে উপচে পড়া ভিড় জমিয়েছেন পর্যটকরা। স্থানীয় ও ব্যবসায়ীরা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতা কমে যাওয়ার পরপরই কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এখন সারাদিনই পর্যটক আসে তবে সাপ্তাহিক ছুটি ও বিশেষ দিনে সেটি তিনগুণ হয়। কনফিডেন্স ট্যুরিজমের ব্যবস্থাপক মো. সাইদুর রহমান বলেন, শীত বিদায়ের পথে। সামনের সপ্তাহে রমজান শুরু। সব মিলিয়ে মানুষ ঘর থেকে বেরিয়ে প্রকৃতির ছোঁয়া পেতে আসছেন কুয়াকাটায়। সাপ্তাহিক ছুটির কারণে পর্যটকদের বাড়তি চাপ আছে। আমরা আমাদের সেরা সেবাটাই দেওয়ার চেষ্টা করি। ঢাকা থেকে আগত পর্যটক রুবাইয়াত আসরাফ বলেন, কুয়াকাটা অনেক সুন্দর একটা জায়গা। ঢেউ, বালু আর এখানকার ব্যবস্থাপনা সবকিছুই মুগ্ধ করেছে। তবে ছোট ছোট গাড়ির ভিড়ে হাঁটাই দায়। এগুলো বন্ধ করা দরকার। সাতক্ষীরা থেকে আগত জাহিদ অভিযোগ করে বলেন, ক্যামেরাম্যানদের এক ধরনের সিন্ডিকেট আছে। ছবি তোলার সময় বলে আপনার পছন্দসই নিবেন, পরে ওদের ইচ্ছেমতো নিতে হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত