এডুকেশন ফাউন্ডেশনের ‘শিক্ষাসামগ্রী’ বিতরণ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার কচুয়াই এডুকেশন ফাউন্ডেশন উদ্যোগে সাড়ে ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি । উদ্বোধক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন এপিক গ্রুপে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এসএম লোকমান কবির। এপিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এসএম আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সংগঠনের প্রধান উদ্যোক্তা যুবলীগ নেতাএস এম আহসানুল হক (লাইজু) পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, জেলা আওয়ামী লীগ নেতা মোজাহেরুল আলম চৌধুরী, কচুয়াই ইউপি চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিম, উপজেলা আওয়ামী লীগ নেতা ঋষি বিশ্বাস, ডিএম জমির উদ্দিন, কচুয়াই ইউনিয়ন যুবলীগ সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুল হামিদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা: মাহমুদ উল্লাহ ফারুকী, ফরচুন শিপিং ডিরেক্টর এডমিন শাখাওয়াত হোসেন, পটিয়া সেন্ট্রাল হাসপাতাল ডিরেক্টর এসএম সাইফুল ইসলাম, যুবলীগ নেতা শাহজাহান, শাহনেওয়াজ, শেখ ফারুক, সৈয়দ নুর মনজু, গোলাম কাদের, ছাত্রলীগ নেতা আশিক, আবছার, ফাহাব, জয়ন্ত দে, পারভেজ শাহারিয়ার প্রমুখ। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছেন। আমাদের শিক্ষার্থীরা যেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয়, নৈতিক, মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। তাই বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।