ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটা উপজেলার কুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের অর্থ কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। নিহতের পরিবারের সূত্রে জানা যায়, গত সোমবার সুস্থ অবস্থায় তিনি ঢাকায় অবস্থানরত ছেলের বাসায় বেড়াতে যান।

গত মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে ঢাকা বারডেম হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকজনিত কারণে শনিবার ২ মার্চ রাত ৯টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকারের উপস্থিতিতে দেবহাটা থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান শেষে জোহরের নামাজ শেষে কুলিয়াস্থ তাদের নিজস্ব কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, জেলা সহকারী কমান্ডার আব্দুল মামুদ গাজী, সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত