ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

একমাত্র শেখ হাসিনাই সবার কথা ভাবেন

আসাদুজ্জামান নূর
একমাত্র শেখ হাসিনাই সবার কথা ভাবেন

নীলফামারী-২ আসনের সংসদ সদস্য, সাবেক সংস্কৃতিমন্ত্রী ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, আমাদের প্রত্যেককে নিয়ে ভাবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রতিটি অঙ্গনে যে অভূতপূর্ব উন্নয়ন, একমাত্র তার কারণেই হয়েছে। শেখ হাসিনার জন্যই বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। গতকাল রোববার দুপুরে জেলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে চেক বিতরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নীলফামারীতে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে চিকিৎসা ও শিক্ষা সহায়তা হিসেবে ৭৯ জনের মধ্যে ১২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন। ইউএনও মেহেদী হাসান জানান, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৯ জনকে ৫০ হাজার করে, চিকিৎসা সহায়তা হিসেবে ৪৪ জনকে ৫ হাজার এবং শিক্ষা সহায়তা হিসেবে ১৬ জনকে ৫ হাজার করে মোট ১২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৩০ জন দরিদ্র শিক্ষার্থীকে একটি বাইসাইকেল ও আত্মকর্মসংস্থানের জন্য তিনজন দরিদ্রকে একটি করে রিকশা-ভ্যান বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদরের ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি আরও বলেন, প্রধানমন্ত্রীর অনুদানের কারণে গরিব-অসহায় মানুষ এসব অর্থে চিকিৎসা করাতে পারছেন। সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক, বিধবা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত