ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডাকাতির প্রস্তুতিকালে আটক তিন

ডাকাতির প্রস্তুতিকালে আটক তিন

জয়পুরহাটের ক্ষেতলালে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল ভোর রাতে উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামের বেড়ার ঘর মোড়ে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। আটক ডাকাত দলের সদস্যরা হলেন- মো. সাগর প্রাং, মো. মুনছুর ও মো. শিবলু। তাদের কাছ থেকে তিনটি হাঁসুয়া, দুটি লোহার রড, একটি লোহার কাটার ও পাঁচটি মানকি টুপি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোর রাতে ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজু আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামের বেড়ার ঘর মোড়ে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিন ডাকাতকে আটক করা হয়। এ সময় পুলিশের কাছে ডাকাতরা জানায়, তাদের সঙ্গে দলের সর্দার হাসান আলীসহ পাঁচণ্ডছয়জনের একটি দল পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আটককৃতরা দেওগ্রামের বেডার ঘর মোড়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদের সর্দারসহ বেশ কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও তিন ডাকাতকে আটক করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত