ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীপুরে দুই হাসপাতালকে জরিমানা

শ্রীপুরে দুই হাসপাতালকে জরিমানা

গাজীপুরের শ্রীপুরে কয়েকটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে দুটি হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে মাওনা ল্যাব এইড হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও এসআর ইবনে সিনা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুল ভূঁইয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম, এসআই হেলাল উদ্দিন প্রমুখ। ম্যাজিস্ট্রেট আল মামুন জানান, অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিধিবহির্ভূত উপায়ে ক্লিনিক চালানোয় ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত