অনুমোদনবিহীন ইটভাটায় জরিমানা

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার দিনব্যাপী ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সনাতন প্রযুক্তির (ফিক্সড চিমনি) ব্যবহার, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত অবৈধ ইটভাটায় মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন ঢাকা সদর পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা। মোবাইলকোর্ট অভিযানে ৫টি ইটভাটাকে এক্সাভেটর দ্বারা সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং তিনটি ইটভাটার মালিককে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটাগুলো হচ্ছে, নবাবগঞ্জ উপজেলার ফাজিলপুর-দাউদপুর মহল্লার মেসার্স রিয়াল ব্রিকসের স্বত্বাধিকারী সোহেল রিজভীর ১ লাখ ৫০ হাজার টাকা।

ছোট গোপালপুর, দাউদপুর মহল্লার মেসার্স এমআর এস ব্রিকসের স্বত্বাধিকারী নিজামুল হাসানের ২ লাখ টাকা। পত্নীচান-কাশিপুর মহল্লার মেসার্স এমভিএম ব্রিকসের স্বত্বাধিকারী মো. সিরাজুল ইসলামের ২০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আমতলা কাশিপুর মহল্লার মেসার্স এমএস ব্রিকসের স্বত্বাধিকারী মো. মোসলেম উদ্দিনের ইটভাটা এবং রঘুনাথপুর (মিঠাপুকুর) মহল্লার মেসার্স ডব্লিউ আরএস ব্রিকস, স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামের ইটভাটা এক্সাভেটর দ্বারা সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা জানান পরিবেশ সুরক্ষায় এরূপ অভিযান চলমান থাকবে।