ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অপহরণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

অপহরণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুণ্ডে অপহরণ চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার হরিশপুর ও চটকাবাড়ীয়া গ্রামে বিশেষ অভিযান করে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলো- ঝিনাইদহের হরিণাকুণ্ড গ্রামের ইচাহাক মণ্ডলের ছেলে মিটুল মণ্ডল ও চটকাবাড়ীয়া গ্রামের আক্কাচ আলীর ছেলে জহুর ইসলাম।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম জানান, ২০২৩ সালের ২৪ এপ্রিল ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার ভবান্দপুর গ্রামের আইয়ুব আলী (৬৭) সকালে নিজ বাড়ি হতে তার কথিত ধর্ম ছেলে আলী হোসেনের সঙ্গে বের হয়।

সন্ধ্যা পার হলেও ভিকটিম আইয়ুব আলী বাড়িতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খোঁজ করতে থাকেন।

স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে রানীশংকৈল থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি আরো জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, অপহরণ চক্রের মূলহোতাসহ অন্য আসামিরা ঝিনাইদহ হরিণাকুণ্ডতে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে গ্রেপ্তারকৃত আসামিদের ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত