ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা গল্প শুনলেন শিক্ষার্থীরা

মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা গল্প শুনলেন শিক্ষার্থীরা

শেরপুরের শ্রীবরদীতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা গল্প শোনানো হয়েছে। গতকাল সকালে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয়োজনে কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদ্রাসা হলরুমে বীর মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের যুদ্ধকালীন গল্প শোনান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রকল্প পরিচালক উপ-সচিব ড. মো. নুরুল আমিন। এ সময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, নজরুল ইসলাম, সায়েদ আলী। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল আহসান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। এ সময় জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধারাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত