ইটভাটায় অভিযান

১০ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় অবৈধভাবে পরিচালিত ছয়টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ লাখ জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার নওগাঁ সদর উপজেলা ও মান্দা উপজেলায় দিনব্যাপী অভিযান পরিচালনা করেন বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিব। গতকাল সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মলিন মিয়া। জরিমানাকৃত ইটভাটাগুলো হলো- নওগাঁর সদর উপজেলার মেসার্স এবিসি ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স মন্ডল ব্রিকসকে ২ লাখ টাকা এবং জেলার মান্দা উপজেলার মেসার্স এএম ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স সীমানা ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স শাপলা ব্রিকস-১ কে ২ লাখ টাকা, মেসার্স মান্দা ব্রিকসকে ১ লাখ টাকা সহ মোট ১০ লাখ টাকা। নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মলিন মিয়া বলেন, ইটভাটা গুলো দীর্ঘ দিন থেকে অবৈধভাবে পরিচালনা করে আসছিল। বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিবের নেতৃত্বে দিনব্যাপী অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় এএম ব্রিকস ইটভাটর কাঁচা ইট ফায়ার সার্ভিস পানি দিয়ে গুঁড়িয়ে দেয়। এছাড়া ইটভাটাগুলোর ইট উৎপাদনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।