ইজতেমায় ১০ হাজার মুসল্লির জুমা আদায়

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা। গতকাল ইজতেমা ময়দানে প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে জামাতের ইজতেমার কার্যক্রম শুরু হয়। জানা যায়, শহরের স্টার আলকায়েত জুট মিল সংলগ্ন বালুর মাঠে তাবলিগ জামাতের জেলা ইজতেমায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলংকা, মরক্কো ও ভারত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন। এছাড়া বাহরাইন ও চীন থেকে আগতরা দুই দিন আগে সফর করে যান। তাবলিগ জামাতের চাঁদপুরের মুরুব্বী হজরত মাওলানা আব্দুর রশিদ জানান, গত বৃহস্পতিবার আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। গতকাল শুক্রবার আল্লাহর একত্ববাদ এবং রাসুল পাক (সা.) এর রেসালাত, আখলাক আখেরাতের আলোচনা করা হয়। তিনি আরও জানান, আজ জোহরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হবে।