ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত দুই

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট-বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে শিশুসহ মাইক্রোবাসের দুজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া চালকসহ আরও ছয় যাত্রী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কালাই পৌর এলাকার নরওয়েস্ট হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জের রাঙ্গামাটি গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী ফাহিমা খাতুন এবং একই গ্রামের আব্দুল কাদেরের শিশু ছেলে রোহান। অপরদিকে আহতরা হলেন- মাইক্রোবাসের চালক আব্দুর রশিদ, পাপিয়া, ফারিয়া, রাহুল ও নিশাদ। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

কালাই থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনার আধা ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাক জব্দ করা হলেও ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এদিকে নিহত ফাহিমার স্বামী রাতে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি বলেন, মাইক্রোবাসের চালক রশিদের এক আত্মীয়ের বাড়ি জয়পুরহাটের খঞ্জনপুরে। গত রাতে তাদের সঙ্গে আমার স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে সেখানে দাওয়াতে গিয়েছিলেন। আসার পথে এ দুঘর্টনা ঘটে। আমার ছেলে-মেয়েও গুরুতর আহত। তারা এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহ আলম বলেন, জানার পরপরই ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের ভেতর থেকে সবাইকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।