কয়রায় উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা গত শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক উজ-জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, যুগ্ম সচিব ডঃ মোঃ আলম মোস্তফা, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আশরাফ হোসেন, দুদকের পরিচালক মোঃ শাহীনুজ্জামান, বিএডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা আঃ ছাত্তার গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। উপজেলার নিজ নিজ দপ্তর ও ইউনিয়ন পরিষদগুলোর উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম, সহকারী বন সংরক্ষক এজেডএম হাসানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা, থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পাউবোর উপসহকারী প্রকৌশলী মোঃ মশিউল আবেদীন, জেলা পষিদের সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, এসএম বাহারুল ইসলাম, আলহাজ আব্দুল্লাহ আল মাহমুদ, আছের আলী মোড়ল, জিয়াউর রহমান জুয়েল, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম প্রমুখ। মত নিনিময় সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।