সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চাকরিচ্যুত পুলিশ সদস্য ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই উপজেলার দত্তখারুয়া গ্রামের ইয়াছিন আলী মৃধার ছেলে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক সদস্য ছিলেন। উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই পুলিশ সদস্য ইউসুফ শাহজাদপুর উপজেলার ফরিদপাঙ্গাসী গ্রামের মৃত শাহজাহান আলীর মেয়ে নাসিমা খাতুন রিয়াকে বিয়ে করেন প্রায় ১০ বছর আগে। তাদের ঘরে একটি সন্তানও রয়েছে। এ অবস্থায় ইউসুফ এক নার্সের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ বিষয় নিয়ে স্ত্রী রিয়া প্রতিবাদ করলে স্বামী ইউসুফ তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এরই একপর্যায়ে মারধর করে রিয়ার শরীরে ক্ষত-বিক্ষত করেন এবং তাকে সজ্ঞাহীন করে ফেলে রাখা হয়। মুমূর্ষু অবস্থায় রিয়াকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে রিয়া বাদী হয়ে আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক, নারী ও শিশু নির্যাতনসহ দুটি মামলা করেন। এ মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে আরো মামলা থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।