স্পিডবোট দুর্ঘটনায় নিহত এক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

নির্বাচনি দায়িত্ব পালন শেষে ফেরার পথে পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় মোক্তার গাজী নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় তিনজন ম্যাজিস্ট্রেটসহ ৯ জন আহত হয়েছে। গত শনিবার রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানাধীন দুর্গম চরাঞ্চল কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনি ডিউটি শেষে রাত সাড়ে ৮টার দিকে নদী পাড় হওয়ার সময় পদ্মার দুলারচর এলাকায় দুটি স্পিডবোর্ডের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্পিডবোট চালকের সহকারী মোক্তার গাজী সখিপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের বাচ্চু গাজীর ছেলে।

আহতরা হলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, মো: আব্দুল্লাহ আল মামুন, ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, গাড়ি চালক মো: সোহেল, জজ কোর্টের পেশকার হুমায়ুন কবীর, যাত্রী, জুয়েল পাল, মো. বোরহান ও স্পিডবোটের চালক বারেক প্রধানিয়া এবং সহকারী সাইফুল ইসলাম। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।