সান্তাহারে আট মাদকসেবীর জেল জরিমানা

প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

মাদকদ্রব্য সেবনের অপরাধে আট মাদক সেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট। গত শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেল নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এই রায় দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত শনিবার দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে আট মাদকসেবীকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নওগাঁ সদরের বোয়ালিয়া গ্রামের উজ্জ্বল সরদারের ছেলে বাপ্পি হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, সান্তাহার নতুন বাজার এলাকার নুর আলমের ছেলে সুমন ও আদমদীঘি সদরের শাহজাহান আলীর ছেলে আলামিনকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, আদমদীঘির দেলুঞ্জ পূর্বপাড়ার ইয়াছিন আলীর ছেলে আজমল সাখিদার (২৫) ও সান্তাহার নতুন বাজার এলঅকার খলিলুর রহমানের ছেলে বাদশা (৩৯) কে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, সান্তাহার চা বাগান এলাকার আব্দুস ছালামের ছেলে মজনু (৩৩) ও উথরাইল আকন্দপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে শাহিন আলম (৩২) কে ১ মাস করে কারাদণ্ডসহ ৫০ টাকা জরিমানা এবং কায়েতপাড়া রিয়াজ উদ্দিনের ছেলে মহোম্মাদ আলীকে (৩৫) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।