ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধামরাইয়ে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধামরাইয়ে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ঢাকার ধামরাইয়ে চোরের অপবাদ দিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক চেয়ারম্যানের বাড়ির গেট বন্ধ করে হাশিম আলীর হাত-পা ভেঙে দেয়ার ঘটনায় ধামরাইয়ের কুল্লা ইউনিয়েনের সেই আলোচিত চেয়ারম্যান লুৎফর রহমানসহ ৫ জনের নাম উল্লেখ করে ঘটনার ৫ দিন পর ধামরাই থানায় মামলা হয়েছে। চেয়ারম্যানকে প্রধান আসামি করে ইউপি সদস্য বোরহান উদ্দিন, চেয়ারম্যানের দুই ছেলে মমিন, রিপন আব্দুল হক এর নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগীর বড় ভাই জাহের আলী। ঘটনার পর পরই চেয়ারম্যানসহ অভিযুক্তদের নামে ধামরাই থানায় লিখিত অভিযোগ করা হলেও মামলা নিচ্ছিলেন না থানা পুলিশ। নানা নাটকীয়তা শেষে পাঁচদিন পরে মামলা নেয় ধামরাই থানা। রাস্তা থেকে হাশেমকে তুলে নিয়ে রশি দিয়ে বেঁধে চেয়ারম্যান লুৎফর রহমানের নেতৃত্বে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে অবশেষ গত রোববার রাতে চেয়ারম্যান লুৎফরসহ ওই পাঁচজনের নামে একটি হত্যাচেষ্টা মামলা হয়। মামলা নং ৯/১০/০৩/২৪। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে গ্রেপ্তার করছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগি পরিবার। এলাকাবাসী ও ভুক্তভোগির পরিবার জানান, জমি-জমার বিষয় নিয়ে উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামের মৃত গোলাম আলীর ছেলে হাশেম আলীকে গত ৫ মার্চ রাত ১০টার দিকে হাশেম আলীর বাড়ির পেছন থেকে জোরপূর্বক তুলে নিয়ে চেয়ারম্যান লুৎফর রহমান ও তার দুই ছেলে রিপন, মুমিন, ইউপি সদস্য বোরহান উদ্দিন, স্থানীয় মাতাব্বর আব্দুল হক, জাহিদ এবং খাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামীম বড় চন্ডাইল এলাকায় চেয়ারম্যানের বাড়িতে নিয়ে বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত