ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খেজুরের দাম দ্বিগুণ

খেজুরের দাম দ্বিগুণ

লালমনিরহাটের পাটগ্রামে একাধিক জাতের খেজুরের দাম বেড়েছে। ১০-১৫ দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে সব ধরনের খেজুরের দাম। খুচরা ও পাইকারি ফল ব্যবসায়ীরা বলছেন, মোকামে দর বাড়ার কারণে বাজারে খেজুরের দর চড়া। দু-একদিন পরপরই দাম বাড়ার কথা জানাচ্ছেন মোকামের মহাজনরা। ব্যবসায়ীরা জানান, মরিয়ম জাতের খেজুর দুই সপ্তাহ আগে প্রতি কেজি ছিল ৯০০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে। খুরমা কালো রঙের প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা দরে, যা দুই সপ্তাহ আগে ছিল ৭০০ টাকা কেজি। খুরমা বাদামি রঙের প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, যা দুই সপ্তাহে আগে ছিল ৫২০ থেকে ৫০০ টাকা।

জানা গেছে, শুল্ক ও কর বৃদ্ধি, টাকার বিপরীতে ডলারের বিনিময়হার বৃদ্ধি ও ঋণপত্র (এলসি) জটিলতার কারণে এ বছর চড়া দামে খেজুর আমদানি করতে হচ্ছে। তবে সাধারণ ক্রেতাদের দাবি, এত দাম বাড়ার পেছনে ব্যবসায়ী সিন্ডিকেট জড়িত। এ কারণে খেজুরের বাজারের অস্থিরতা বেড়েই চলেছে। পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইবাদুজ্জামান বাপী বলেন, বাজারে সব ধরনের ফলের দর বেড়েছে। এর মধ্যে খেজুরের দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বেশি দামে পণ্য কিনলে তো বেশি দরেই বিক্রি করবে। যথোপযুক্ত দরের বাইরে অতিরিক্ত দামে বিক্রি না করতে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত