ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

অনুমোদন ছাড়া আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে একটি ফ্যাক্টরিকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসাথে ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে আইসক্রিমের নকল প্যাকেট ও বিপুল পরিমাণ উৎপাদিত নকল আইসক্রিম জব্দ করে তাৎক্ষণিক ধ্বংস করেছে। গতকাল দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার ও পুলিশের যৌথ টিম শহরতলীর মাঝিডাঙ্গা এলাকায় নামসর্বস্ব অনুমোদনহীন একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযানে আইসক্রিম তৈরির বিপুল পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত তরল পানি, দেশের বিভিন্ন জেলার নাম-ঠিকানা ব্যবহার করা আইসক্রিমের নকল প্যাকেট ও বিপুল পরিমাণ উৎপাদিত নকল আইসক্রিম জব্দ করে তাৎক্ষণিক ধ্বংস করেছে। একইসাথে ফ্যাক্টরিটিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।