ফেনীতে হাসপাতাল-ক্লিনিকে জরিমানা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনীতে স্বাস্থ্য বিভাগের অভিযানে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শহরের বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্যাথলজি, এক্সরে, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য অনিয়মের কারণে সোনালী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

একইসঙ্গে এপোলো হাসপাতালকে বিভিন্ন অনিয়মের কারণে অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অত্র প্রতিষ্ঠানকে অনধিক ৩০ দিনের মধ্যে যাবতীয় অনিয়ম সংশোধনের জন্য নির্দেশ দেয়া হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএস আর মাসুদ রানা জানান, অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, ডা. মির্জা মিনহাজুল ইসলাম এবং ডা. মো. রাশেদুল হাসান প্রমুখ।