ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আদিবাসী নেতা সুব্রত সাংমা হত্যাসহ একাধিক মামলার আসামি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল আওয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় জেলা শহরের কুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যান আবদুল আউয়াল দীর্ঘদিন ধরে সাময়ীক বরখাস্ত অবস্থায় রয়েছেন। তার বিরুদ্ধে ৯ জুন ২০২৩ তারিখ দূর্গাপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তিনি আত্মগোপনে ছিলেন। তার নামে দুর্গাপুরের আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠী নেতা সুব্রত সাংমাসহ একাধীক হত্যা, মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালান প্রভৃতির পৃথক মামলা রয়েছে। তবে হত্যা মামলায় তিনি জামিনে আছেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের আগেও তিনি নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত