কাভার্ডভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় লোকমান শেখ নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও ৬ জন নির্মাণ শ্রমিক আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পালং মডেল থানা পুলিশ কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে। নির্মাণ শ্রমিক দলটির সরদার মোঃ কালু বয়াতি জানিয়েছেন, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত আব্দুল মন্নান শেখের ছেলে নিহত লোকমান শেখসহ একই এলাকার আরও ৬ নির্মাণ শ্রমিক গতকল মঙ্গলবার সকাল ৭টার দিকে জীবিকার তাগিদে নড়িয়া উপজেলার গোলার বাজার এলাকার দিনারা গ্রামে রাজমিস্ত্রী কাজের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে শরীয়তপুর-ডামুড্যা সড়কের আমিন বাজার মোল্যা বাড়ির সামনে পৌঁছলে বিপরিত দিক আসা দ্রুত গতির কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় শ্রমিক লোকমান শেখ বাদল সরদার, মিরাজ খান, শাহ আলম হাওলাদার, শাহাদাত সরদার, মোস্তফা ছৈয়ালসহ ৭ জন আহত হয়। নিহত লোকমান শেখের মামা জয়নাল হাওলাদার বলেন, লোকমানের উপার্জনেই সংসার খরচ চলত। স্ত্রী ও ছোট ছোট দুই ছেলে মেয়ে রয়েছে তার। এই বয়সে এসে এমন মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। আমরা এ ঘটনায় বিচার দাবি করছি।