ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা

বীরগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. আলহাজ জাকারিয়া জাকা।

গতকাল বিকালে তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশে কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না, কেউ না খেয়ে থাকবে না। সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য ব্যাপক কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, দিনাজপুর জেলা অতিরিক্ত প্রশাসক রাজস্ব সোহাগ চন্দ্র সাহা, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ পৌর মেয়র মোশারফ হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, চেয়ারম্যাদের মধ্যে বক্তব্য রাখেন গোপাল দেব শর্ম্মা, মো. রাজিউর রহমান রাজু, মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিনসহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহম্মদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, সোনালী ব্যাংক বীরগঞ্জ শাখার ম্যানেজার মো. আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেনসহ বিভিন্ন উপজেলা দপ্তরের কর্মকর্তারা।

এক সাক্ষাৎকারে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, বাংলাদেশের সর্বোচ্চ বরাদ্দ বীরগঞ্জ উপজেলাকে ৮৯৮টি সেমিপাকা ঘরের বরাদ্দ প্রদান করা হয়েছে। এর আগে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মো. আলহাজ জাকারিয়া জাকা।

উদ্বোধনে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রমে ১০০ জন রেজিস্ট্রেশন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত