বিড়ালের নিরাপদ ও স্বাস্থ্যকর আবাসন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

শান্ত প্রাণী বিড়ালের জন্য দিনাজপুরে প্রথমবারের মতো গড়ে উঠেছে নিরাপদ আবাসন। চিকিৎসাসহ খাদ্য ও সব ধরনের যত্ন নেওয়া হবে বিদেশি জাতের বিড়ালদের জন্য প্রতিষ্ঠিত মিউ ইয়র্ক ক্যাট কফি হাউজে। দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে নতুন ভাবে প্রতিষ্ঠিত মিউ ইয়র্ক ক্যাট কফি হাউজে পৃথকভাবে বিদেশি বিড়ালদের জন্য দৃষ্টিনন্দন কর্নার স্থাপন করা হয়েছে। এখানে বিদেশী বিড়ালদের থাকার জন্য সুন্দর ব্যবস্থা, স্বাস্থ্যকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা হয়েছে। এক কথায় বলা যায়, চমৎকার এক পরিবেশ সৃষ্টি করে বিড়ালদের রাখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৬টি বিদেশি নানা রঙের বিড়াল রাখা হয়েছে এই সুদৃশ্য স্বাস্থ্যকর পরিবেশে। বিড়ালদের জন্য সারিবদ্ধ ভাবে পৃথক পৃথক ঘর, দোলনা ও চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এ যেন এক বিলাস বহুল জীবন যাপনের ব্যবস্থা। তাদের জন্য রাখা হয়েছে সময়মতো খাবার ও পরিচর্যা।

এই সাড়া জাগানো বিড়াল কর্নানের স্বত্বাধিকারী টিমান বলেন, কফি খেতে আসা সাধারণ মানুষ চাইলে অবুজ ও শান্ত প্রাণি বিড়ালদের আদর করতে পারবেন। রাস্তায় আহত বিড়ালদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয় এখানে। কেউ যদি দত্তক হিসেবে বিড়াল প্রতিপালনের ইচ্ছা পোষন করেন তাহলে তিনি আমাদের এখান থেকেই বিড়াল নিতে পারবেন। আমাদের মহানবী হযরত মোহাম্মদ (সা:) প্রাণীকুলের মধ্যে বিড়ালকেই বেশি আদর যত্ন করতেন। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিড়ালের প্রতি সদাচরণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া সওয়াবের কাজ।