ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় করতোয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন

বগুড়ায় করতোয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় ও তৎসংলগ্ন এলাকায় করতোয়া নদী পুনঃখনন ও ডানতীরে স্লোপ প্রটেকশন কাজ শীর্ষক প্রকল্পের শাজাহানপুর উপজেলা অংশে নদী খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলার মাদলা ব্রিজ এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বগুড়া জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়াবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন হতে যাচ্ছে। এতে শুধু নদীই তার প্রাণ ফিরে পাবে না, ফিরে পারে বগুড়াবাসীর লালিত স্বপ্নের বাস্তবায়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সারাদেশে নদী দখল ও দূষণমুক্ত করছেন তারাই ধারাবাহিকতায় করতোয়া নদী একটি প্রমাণ হিসেবে থাকবে। তিনি যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন করতোয়া নদী খনন ও দূষণমুক্ত হলে বগুড়া শহর স্মার্ট ও সবুজ নগরীতে পরিণত হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বগুড়া জেলা কার্যালয়ের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান আরজু, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ। এসময় ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং-এর প্রতিনিধি হুমায়ন কবিরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেৃতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বগুড়া শহরের বুক চিরে প্রবাহিত হওয়া করতোয়া নদীর নাব্য ফেরাতে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার শাজাহানপুর অংশে খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন টিএমএসএস-এর দক্ষিণ থেকে ১৭ কিলোমিটার নদী খনন করার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত