প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ‘প্যারিস রোড’

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝিনাইদহ প্রতিনিধি

চারদিকে সবুজ মাঠ। তার ঠিক মাঝখান দিয়ে পিচ ঢালা পথ। এই পথের দু’ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছে ঝুলছে নারিকেল ও ডাবের থোকা। ঝিনাইদহে তেতুলতলা নলডাঙ্গা সড়কে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় জমায় দর্শনার্থীরা। সরেজমিন গিয়ে জানা যায়, দর্শনার্থীরা এই রাস্তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাম দিয়েছেন ‘প্যারিস রোড’। কেউ আবার ডাকেন নারিকেল জিঞ্জিরা বলে। এলাকাটি শহুরে যান্ত্রিকতা থেকে মুক্ত। মাঠের বুক চিরে পিচ ঢালা এই ছিমছাম পরিষ্কার রাস্তার দুই ধারে সারিবদ্ধ নারিকেল গাছ যাত্রাপথে পথিকসহ ভ্রমণপিপাসু অনেকের দৃষ্টি কেড়েছে এই মনোরম পরিবেশে। স্থানীয়রা জানান, দু’কিলোমিটার দীর্ঘ ঝিনাইদহ প্যারিস রোড কোলাহলমুক্ত একটি ট্যুরিস্ট স্পট হয়ে উঠছে। যশোর থেকে আগত পারভেজ আনোয়ার ও তার পরিবারের সদস্যরা বলেন, শুনেছিলাম, এখন দেখতে এলাম। সত্যিই মনোমুগ্ধকর এক জায়গা। এটা দেখে প্রাণ জুড়িয়ে গেল। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল মতিন জানান, যেহেতু আমার ওয়ার্ডে পড়েছে রাস্তাটি তাই এটার দেখভালের দায়িত্বও ইউনিয়ন পরিষদ থেকে আমাকে দেওয়া হয়েছে। এই রাস্তটিতে আরও নারিকেল গাছ ও তালবীজ রোপণ করা হয়েছে। যা শিগগিরই দৃশ্যমান হবে। এতে সৌন্দর্য আরো বাড়বে। তিনি আরো জানান, তৎকালীন নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যন মো. আলাউদ্দীন ১৯৯৩ সালে নলডাঙ্গা সড়কে আড়াই হাজার নারিকেল গাছ রোপণ করেন।