চুন-সুরকি দিয়ে তৈরি মসজিদ

দাঁড়িয়ে আছে ৫০০ বছর ধরে

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কোনো রড সিমেন্ট, এমনকি ভালো কোনো ইট নয়, পোড়া মাটি আর চুন-সুরকি দিয়ে তৈরি একটি মসজিদ দাঁড়িয়ে আছে ৫০০ বছর ধরে। মসজিদটি ছোট হলেও এর ছাদে রয়েছে বিশাল এক গম্বুজ, তার দুই পাশে ৩টি করে আরও ৬টি। অর্ধ সহস্র বছর আগে এই সবই নিজ হাতে মাটি পুড়িয়ে তৈরি করেছেন একজন পীর। দেশের প্রাচীন স্থাপত্যের অন্যতম এই নিদর্শন হলো নূর মানিকচর জামে মসজিদ। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূর মানিকচর বাস স্টেশনের আধা কিলোমিটার উত্তরে এর অবস্থান। জানা যায়, পঞ্চদশ শতাব্দীতে সৈয়দ নূর আহমেদ কাদেরী নামের একজন পীর মসজিদটি নির্মাণ করেন। সৈয়দ নূর আহমেদ কাদেরী নামের ওই পীর যখন দেবিদ্বারে আসেন, তখন এই এলাকার নাম ছিল বলমালীর চর। তিনি গ্রামের নাম পরিবর্তন করে রাখেন নূর মানিকচর। এরপর গ্রামটিতে নিজ হাতে এই সাত গম্বুজ মসজিদসহ বহু স্থাপনা তৈরি করেন তিনি। এতে ৮০-৯০ জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। নূর মানিকচর মসজিদের প্রতিষ্ঠাতা সৈয়দ নূর আহমেদ আল কাদেরীর ব্যাপারে অনেক জনশ্রুতি আছে। মসজিদটির পাশেই রয়েছে তার কবর। তিনি শুধু মসজিদ নয়, নির্মাণ করেছেন ডাকঘর, মক্তব, পাঠশালাসহ আরও অনেক স্থাপনা। তার মধ্যে মসজিদটিই এখনও সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। সরকারিভাবে এটি সংরক্ষণ ও সংস্কারের দাবি জানান স্থানীয়রা।