ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ঈশ্বরদী উপকেন্দ্রের উদ্যোগে জৈব ছত্রাকনাশক প্রয়োগের মাধ্যমে ডাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঈশ্বরদী বিনা উপকণ্ঠের আয়োজনে কৃষক- কৃষাণীদের উপস্থিতে ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এসও কৃষিবিদ মো: খান জাহান আলীর সভাপতিত্বে হয়বতপুরে মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল হোসেন। জৈব ছত্রাকনাশক গবেষণাগার উন্নয়ন, ফর্মুলেশন এবং কৃষক পর্যায়ে সম্প্রসারণ কর্মসূচির অর্থায়নে ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের এসএ-১ মো: হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিনার (আরসি) সি এস ও ড. মো: সিদ্দিকুর রহমান, বিনা উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের কর্মসূচি পরিচালক এবং সিএসও ড. মাহবুবা কানিজ হাসনা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য রাখেন ঈশ্বরদী বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মাহবুবুল আলম।