কলায় ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারে জরিমানা

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে ক্ষতিকর কেমিক্যাল স্প্রে করে কাঁচা কলা পাকানোর দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল দুপুরে উপজেলার কালীরবাজার মোড়ে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বাজার তদারকি অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন। তিনি বলেন, দুপুরে কালীরবাজার মোড়ে কলার আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে।

ক্ষতিকর কেমিক্যাল স্প্রে করে কাঁচা কলা পাকানোর দায়ে এবং অযৌক্তিকভাবে বেশি দামে কলা বিক্রির অপরাধে মদিনা ফল বিতানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এছাড়া অন্যান্য কলা ব্যবসায়ীদের কলায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য না মিশাতে এবং দাম কমানোর বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ক্রয় ও বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করতে বলা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন ফরিদগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।